রাজধানীর বনানীতে কভার্ডভ্যানের ধাক্কায় মটরসাইকেল আরোহী এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম ইয়াসির আরাফাত রানা। বুধবার রাতে বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে বনানী থানার এসআই মো. ইমতিয়াজুর রহমান জানান, রানা মটরসাইকেলে মহখালীর দিকে আসছিলেন। রাত সাড়ে ৮টার দিকে চেয়ারম্যানবাড়ি পদচারী সেতুর পেছন থেকে একটি কভার্ডভ্যান মটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর কভার্ডভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান এসআই ইমতিয়াজ।
তার বাসা পূর্ব নাখালপাড়ায় বলে জানিয়েছে পুলিশ।
বিডি-প্রতিদিন/ ১৬ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ