রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। এসময় এমদাদ হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। বুধবার রাতে আটকের বিষয়টি নিশ্চিত করেন র্যাব -১০ এর সহকারী পরিচালক এএসপি সোহরাব হোসাইন।
এ ব্যাপারে তিনি জানান, যাত্রাবাড়ী থানাধীন ডেমরা ফ্লাইওভারের টোল প্লাজা সংলগ্ন ওয়ালটন শো রুমের সামনে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এমদাদকে আটক করা হয়। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান সোহরাব হোসাইন।
বিডি-প্রতিদিন/ ১৬ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ