পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে। এ কারণে গতকাল বুধবারের মতো আজ বৃহস্পতিবারও সারাদেশে বৃষ্টিপাতের হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নচাপের কারণে খুলনা, বরিশাল, ঢাকা এবং রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
এদিকে, বৃহস্পতিবার আবহাওয়া অধিদফতরের পৃথক দুটি বার্তায় নদী ও সমুদ্র বন্দরসমূহে ১ নম্বর সতকর্ত সংকেত দেখানো হয়েছে।
বিডি-প্রতিদিন/১৬ নভেম্বর, ২০১৭/মাহবুব