রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় আজ সকালে জয়নাল মিয়া (৪০) নামের এক পরিচ্ছন্নকর্মী নিহত হয়েছেন। রাজধানীর দৈনিক বাংলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর গ্রামের মৃত বেল্লাল মিয়ার ছেলে।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার