কক্সবাজার জেলার টেকনাফ সদর ইউনিয়নের হাজমপাড়া বাজার এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে দেলোয়ার হোসাইন (২০) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার টেকনাফ উপজেলার মহেশখালিয়া পাড়ার আবদুস সালাম ফকিরের ছেলে। সে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র। অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দীন খান জানান, অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার শরীরের পেছনে গুরুতর জখম হয়েছিল। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার