উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে স্কয়ার হাসপাতাল থেকে সিঙ্গাপুর নেওয়া হবে নিশ্চিত করেছেন তার তার ব্যক্তিগত সহকারী ওসমান গনি।
এদিকে, এবিএম মহিউদ্দিন চৌধুরীর শারীরিক অবস্থা আগের থেকে ভালো বলে জানিয়েছেন আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতার বড় ছেলে ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, বাবা আগের চেয়ে ভালো আছেন। উন্নত চিকিৎসার জন্য বিকেলে বাবাকে সিঙ্গাপুরে নিয়ে যাবো।
এর আগে, গত রবিবার উন্নত চিকিৎসার জন্য মহিউদ্দিন চৌধুরীকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম থেকে রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন চট্টগ্রাম নগরীর সাবেক এই মেয়র।
বিডি-প্রতিদিন/১৬ নভেম্বর, ২০১৭/মাহবুব