পাঁচ বছর আগে ঢাকার দক্ষিণখানে গৃহবধূ লিজা হত্যা মামলার তার স্বামী ইমন হোসেনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার ৪ নং দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরদার আসামির অনুপস্থিতে এই আদেশ দেন।
মামলার এজহার থেকে জানা যায়, ২০১২ সালের ২২ সেপ্টেম্বর রাজধানীর দক্ষিণখানে ভাড়া বাসায় থাকাকালীন স্ত্রী লিজাকে খুন করে পালিয়ে যান স্বামী ইমন হোসেন। পরে এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
বিডি-প্রতিদিন/১৬ নভেম্বর, ২০১৭/মাহবুব