আদালতে যাওয়ার সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরের পেছন থেকে ছাত্রদলের ১২ নেতাকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রাজধানীর কদমফোয়ারা থেকে ১০ জন ও প্রেসক্লাবের সামনে থেকে দুজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার সকালে রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে রওনা দেন সাবেক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে দেয়া বক্তব্যে খালেদা বলেন, আমার বিরুদ্ধে ৩৬ মামলার সবই রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা। এসবের কোনোটিরই আইনি ভিত্তি নেই।আমি কোনো দুর্নীতি করিনি। জিয়াউর রহমানের নামে অনুদান দিয়েছিল কুয়েত।
বিডি প্রতিদিন/১৬ নভেম্বর, ২০১৭/ফারজানা