রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বরে সড়ক দুর্ঘটনায় রাসেল (২৫) নামে এক হেলপার নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে ১০ নম্বর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল ঝালকাঠির রাজাপুর উপজেলার সাহেবালী হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাসেল মিরপুর মধ্য পাইকপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে বাসের হেলপারি করতেন। প্রতিদিনের মতো সকালে কাজে বের হয়ে মিরপুর ১০ নম্বর এলাকায় একটি বাস আরেকটিকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
মিরপুর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল রহিম জানান, মিরপুর ১০ নম্বরে বাসচাপায় হেলপার নিহত হওয়ার কথা শুনেছি। কিভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/১৭ নভেম্বর ২০১৭/এনায়েত করিম