নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাইনুদ্দিন আহমেদসহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার অন্যরা হলেন- মহানগর সেক্রেটারি আবদুল কাইয়ুম, সাইফুদ্দিন মনির, সাহাবুদ্দিন, বশিরুল হক, এসএম নাসির উদ্দিন, সাঈদ তালুকদার, জাহাঙ্গীর দেওয়ান, জামাল উদ্দিন, কফিল উদ্দিন, জাকির হোসেন ও জাকির হোসেন-২ এবং শহিদ মিয়া।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার এসআই রাজু মণ্ডল বলেন, বলেন, গোপন বৈঠকের সংবাদে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাইনুদ্দিন আহমেদের ফতুল্লার হাজীগঞ্জ বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় সেখানে ১৩ জনকে বৈঠকে পাওয়া যায়। এসময় তাদের গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/১৭ নভেম্বর ২০১৭/এনায়েত করিম