রাজধানীর মুগদায় মোটরসাইকেলের ধাক্কায় সাদিয়া আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সাদিয়া কুমিল্লা জেলার মেঘনা উপজেলার আড়াইআনি গ্রামের জয়নাল হোসেনের মেয়ে।
শুক্রবার রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জনান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন