চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন ওয়াপদা গেট এলাকায় করাতকলে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মো. জাকির, বয়স ২২ বছর। এ ঘটনায় মো. সিরাজ (২০) নামের অপর এক শ্রমিক আহত হয়েছেন। রবিবার ভোররাত তিনটার দিকে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে।
এ ব্যাপারে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, আফসানা স’মিলে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন দুই শ্রমিক। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে মো. জাকিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার ঠিকানা পাওয়া যায়নি।
এছাড়া মো. সিরাজকে ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলেও জানা তিনি।
বিডি-প্রতিদিন/ ১৯ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ