চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পাসপোর্ট দালালীর অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তারা হলেন প্রদীপ চৌধুরী, মো. ওসমান, কামরুল হাসান, মো. জসিম, বিক্রম সিংহ, রাশেদ উদ্দিন, বাবলা সরকার এবং আবদুল মান্নান। এসময় তাদের কাছ থেকে ১৭০টি পাসপোর্ট জব্দ করা হয়।
রবিবার দুপুরে নগরীর পাঁচলাইশ এলাকায় এ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এ এ এম হুমায়ুন কবির বলেন, পাঁচলাইশ জাতিসংঘ পার্কের সামনে এসব দালালরা প্রকাশ্যেই ছিল। তারা পাসপোর্ট করতে আগ্রহীদের সাথে দরদাম করছিল। বিষয়টি নজরে আসার পর তাদের গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/১৯ নভেম্বর, ২০১৭/মাহবুব