বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী নির্বাচনের আগেই দেশে ফিরবেন তারেক রহমান। সেই ধরনের পরিস্থিতি এই দেশের মানুষ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তৈরি করবে, আমরা এই প্রত্যাশা করি।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দল আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা- জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। আসেন না, প্রধানমন্ত্রী আপনি আপনার আসনে নির্বাচন করেন আর তারেক রহমান তার আসনে নির্বাচন করুক। কে কত ভোট পায়, রেফারি থাকবে অন্যজন। আগামী নির্বাচনে এটা আমরা দেখতে চাই। রেফারি হবেন আওয়ামী লীগের সভানেত্রী আর আমাদেরকে নির্বাচন করতে হবে? এমন নির্বাচন বাংলাদেশে আর যদি কেউ স্বপ্নে দেখে থাকেন, সেটি হবে না।
বিডি প্রতিদিন/২১ নভেম্বর, ২০১৭/ফারজানা