গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যান চালক নিহত হয়েছেন। তবে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বুধবার ভোর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার (নগরহাওলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হরিদাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ময়মনসিংহগামী ওই পিকআপ ভ্যানটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার (নগরহাওলা) এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অন্য একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপটি ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে চালক ঘটনাস্থলেই মারা যান।
বিডি-প্রতিদিন/২২ নভেম্বর, ২০১৭/মাহবুব