বুড়িগঙ্গা থেকে বুধবার রাত ১১ টার দিকে অজ্ঞাতপরিচয় (৬০) এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দক্ষিণ কেরানীগঞ্জের মিরেরবাগ কোল্ডস্টোরের সামনে বুড়িগঙ্গার মাঝ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে হাসনাবাদ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. রবিউল হক জানান, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে থেকে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত-বিক্ষত চিহ্ন দেখা গেছে।
ধারণা করা হচ্ছে নৌকা ডুবির পর কোনো নৌ-যানের প্রপেলারের আঘাতে মরদেহটি ক্ষত-বিক্ষত হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এসআই রবিউল।
বিডি-প্রতিদিন/ ২৩ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ