রাজধানীতে বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের সামনে মসজিদের দক্ষিণ পাশের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মোত্তালেব জানান, ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি মাদকাসক্ত ছিলেন। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ২৪ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ