রাজধানীর কাফরুল এলাকা থেকে শুক্রবার সকালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কাফরুল থানাধীন ১৩নম্বর সেকশনের ব্লক ‘এ’ একটি টিনসেট বাড়ির কক্ষ (নম্বর-২৭৭) থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে কাফরুল থানার উপ পরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুস ব্যাপারী জানান, মরদেহটি উদ্ধারের পর স্থানীয়দের কেউ তার পরিচয় নিশ্চিত করতে পারেনি। মরদেহটি প্রায় গলে গেছে। শরীর অবশিষ্টাংশ পচে ফুলে উঠেছে।
এসআই আবদুল কুদ্দুস ব্যাপারী আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/ ২৪ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ