জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি উদযাপনে রাজশাহীতে নেমেছিল আনন্দ শোভাযাত্রার ঢল।
শনিবার সকাল ১০টায় নগরীর আলুপট্টি বঙ্গবন্ধু চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা শুরু করা হয়। এতে নেতৃত্ব দেন নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।
এছাড়া বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, নগর ও জেলা পুলিশ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বের করা হয় আনন্দ শোভাযাত্রা।
বিডি-প্রতিদিন/ ২৫ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ