জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়ায় চট্টগ্রামে আনন্দ র্যালি ও সমাবেশ করেছে জেলা প্রশাসন, সাংবাদিক সংগঠন, রেলওয়ে প্রশাসন, সিটি করপোরেশনসহ সর্বশ্রেণির মানুষেরা। বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল ঐতিহাসিক ভাষণের উপর নির্মিত ডক্যুমেন্টারি এলইডি স্ক্রিনে সম্প্রচার, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে আরো ছিল নগরীর সার্কিট হাউজসহ চট্টগ্রাম ও জেলার বিভিন্ন স্থানে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
আজ বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল’ এ অন্তর্ভূক্তির মাধ্যমে ‘বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি লাভের আয়োজিত আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ৪০ বছর অবহেলিত ছিল। এ ভাষণই মূলত মুক্তিযুদ্ধের প্রেরণা ছিল। এই ঐতিহাসিক ভাষণের মাধ্যমেই স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় বাংলার দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। এ ভাষণটিকে রাজাকার-আলবদরেরা ৪০ বছর বঞ্চিত ও অবহেলিত করে রেখেছিল। যেটি এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেল। যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের।
এ অনুষ্ঠানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান, সিএমপি কমিশনার মো. ইকবাল বাহার, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের পরিচালক দীপক চক্রবর্তী, পুলিশ সুপার নুরে আলম মিনা, চট্টগ্রাম চেম্বার প্রেসিডেন্ট মাহবুব আলম এবং রাজনৈতিক নেতাদের মধ্যে ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।
সাংবাদিকদের আনন্দ র্যালি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়ায় চট্টগ্রামে আনন্দ র্যালি করেছেন সাংবাদিকরা। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এই কর্মসূচি পালন করেছে। এর আগে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সিইউজের ভারপ্রাপ্ত সভাপতি রতন কান্তি দেবাশীষের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজের সহ-সভাপতি শহীদ উল আলম, যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী ও আসিফ সিরাজ এবং সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ।
রাউজান উপজেলা প্রশাসন
রাউজানেও স্থানীয় সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে রাউজানের উত্তর ও দক্ষিণে উপজেলা প্রশাসনসহ সকল শিক্ষা প্রতিষ্টান, মাদ্রাসা স্কুল কলেজসহ রাউজানের বয়োবৃদ্ধরা পৃথকভাবে একত্রিত হয়ে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এ কর্মসূচি পালন করা হয়। হয়েছিল সংক্ষিপ্ত সমাবেশও। এতে বক্তব্য রাখেন এবএিম ফজলে করিম এমপি, উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, ভাইস-চেয়ারম্যান নূর মোহম্মাদ, ইউএনও শামীম হোসেন, প্যানেল কাউন্সিলর জমির উদ্দিন পারভেজ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার সোহেল, কাউন্সিলর ও উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
রেলওয়ে শ্রমিক লীগ
রেলওয়ে শ্রমিক লীগের পক্ষে চট্টগ্রামে শ্রমিক লীগ নেতা সিরাজুল ইসলামের নেতৃত্বে আনন্দ র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম রেল স্টেশনে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিলীগ নেতা সিরাজুল ইসলাম, শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম, কামাল পারভেজ বাদল, মহসিন, নজরুল ইসলাম, মামুন, মিজানুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার