চট্টগ্রাম জেলার সীতাকুন্ড কুমিরা এলাকায় রাস্তা পার হতে গিয়ে গাড়ি চালক মোস্তফা কামাল (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মোস্তাফ কামাল ব্রাক্ষণবাড়িয়া সদরের সোনারাম এলাকার আবদুল মোতালেবের ছেলে।
আজ বিকালে এ ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম জেলা পুলিশ মেডিকেল টিম-১ এর এএসআই মো. আলাউদ্দিন তালুকদার। তিনি বলেন, মুমূর্ষ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার