হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ প্রায় ৩৬ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের এয়ারফ্রেইট ইউনিট। শনিবার (২৫ নভেম্বর) ইনভেনট্রি করার দুবাই থেকে আসা উইন্টার ফ্যাশন নামে চালান খুলে ১ হাজার ১৭৮ কার্টন বিদেশি সিগারেট পায় কাস্টমস। আজ সকালে ঢাকা কাস্টমস হাউসের উপ-কমিশনার সুমন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পণ্য চালানটির ইনভয়েসে ব্যক্তিগত দ্রব্যাদি ঘোষণা থাকলেও সিগারেট পাওয়া গেছে। জব্দ করা ব্ল্যাক ব্র্যান্ডের সিগারেটগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৬ লাখ টাকা। এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/২৬ নভেম্বর ২০১৭/হিমেল