সারাদেশের মতো রাজশাহীর সরকারি কলেজগুলোতে কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। বিসিএস ছাড়া ক্যাডার নয়-এ দাবিতে সকাল থেকে তারা কর্মবিরতি শুরু করেন। ফলে ক্লাশ ও পরীক্ষা হয়নি। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় ডিগ্রি পরীক্ষাও স্থগিত করা হয়।
রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমান জানান, সরকার বিভিন্ন কলেজ জাতীয়করণ করছে। এতে তাদের আপত্তি নেই। কিন্তু ওই কলেজে নিয়োগ পাওয়া শিক্ষকদের ক্যাডারভুক্ত করার বিরোধীতা করছেন তারা।
তিনি জানান, পিএসসি’র মুখোমুখি না হয়ে ওই শিক্ষকরা ক্যাডারভুক্ত হলে, এখন যারা বিসিএস দিয়ে ক্যাডার আছেন তাদের মর্যাদা ক্ষুন্ন হবে। এ কারণে তাদের সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হোক। কিন্তু ক্যাডারভুক্ত না করার দাবিতে তাদের এই আন্দোলন।
বিডি-প্রতিদিন/ ২৬ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ