সিলেটের সফর শেষে মঙ্গলবার ভোর সোয়া ৪টায় গুলশানের বাসভবন ফিরোজাতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।
এরপর রাত ৮টার দিকে সার্কিট হাউসে পৌঁছে সিলেটের স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। সার্কিট হাউসে রাতের খাবার শেষে সড়ক পথেই ঢাকার উদ্দেশে রওয়ানা হন তিনি।
এর আগে রাত ৯টা ৫০ মিনিটে সিলেট সার্কিট হাউস থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হন। সকাল সোয়া ৯টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওয়ানা হয়ে বিকেল ৪টার দিকে সিলেট শহরে পৌঁছান তিনি।
সিলেট পৌঁছে প্রায় ২ ঘণ্টা সার্কিট হাউসে অবস্থান শেষে হযরত শাহ জালাল ও হযরত শাহ পরান (র:) মাজার জিয়ারত করেন বিএনপি প্রধান।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন