গাজীপুরের শ্রীপুরে মালিককে খুন করে সিএনজি ডাকাতির ঘটনায় ৪ জনকে ফাঁসির আদেশ দিয়েছে জেলা জজ আদালত।
নিহত সিএনজি মালিক এর নাম খোকামিয়া তার বাড়ি নরসিংদী জেলার মনোহরদি উপজেলায়।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো নরসিংদী জেলার মনোহরদী থানার কালিয়া কুড়িগ্রামের মৃত্যুর চান মিয়ার ছেলে কামরুল ইসলাম, গাজীপুর জেলার কাপাসিয়া ঘাগটিয়া চালার আব্দুল গণির ছেলে শওকত, গাজীপুরের শ্রীপুরের মজিবুর রহমানের ছেলে মিজান, নেত্রকোনা জেলার পূর্বধলা পূর্বধলা থানার বাগবের গ্রামের শাহজাহানের ছেলে শাহীন মিয়া। রায় ঘোষণার সময় শওকত ব্যতীত দণ্ডপ্রাপ্ত অপর তিন আসামি আদালতে উপস্থিত ছিল।
মামলার বিবরণে জানা যায় ২০১২ সালের ১৯ জানুয়ারি আসামিরা গাজীপুরের শ্রীপুরে তার অসুস্থ বোনকে দেখতে যাওয়ার কথা বলে নরসিংদী জেলার মনোহরদী থেকে একটি সিএনজি ভাড়া করে সিএনজি চালক জসীমউদ্দীন সিএনজির মালিক খোকন মিয়াকে সাথে নিয়ে শ্রীপুরের উদ্দেশে রওনা দেয়। ফেরার সময় তারা পূর্বপরিকল্পনা অনুযায়ী শ্রীপুরের একটি জঙ্গলে গাড়ি থামিয়ে মালিক খোকন মিয়াকে খুন করে এবং গুরুতর আহত অবস্থায় পালিয়ে গিয়ে আত্মরক্ষা করে খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ জঙ্গলের ভিতর থেকে ভিকটিমের লাশ উদ্ধার করে।
শ্রীপুর থানায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে পুলিশ ৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে দীর্ঘ দীর্ঘ শুনানি শেষে আজ গাজীপুরের দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এ আদেশ প্রদান করেন।
বিডিপ্রতিদিন/ ০৬ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান