শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস হাউজের পূর্বপাশের প্রাচীরের দেয়াল ধসে পড়েছে। এতে ১ জন নিহত হয়েছেন।
ফায়ার সার্ভিস ও র্যাব কর্মকর্তারা আটকে পড়াদের উদ্ধার করেন।
জানা গেছে, কাস্টমস হাউজের পেছনে দেয়ালের পাশে ড্রেন খোঁড়ার সময় দেয়াল ধসে পড়লে এক শ্রমিকের মৃত্যু হয়।
মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে দেয়ালটি ধসে পড়ে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন