দেশের বহুল প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে লালমনিরহাটে ফের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানবন্ধন করেছে কুমিল্লার সাংবাদিকরা। মঙ্গলবার কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে ঐতিহাসিক টাউনহলের সামনে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা শাখা এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সমিতির কুমিল্লা শাখার সভাপতি ডেইলি নিউএজের ইয়াসমিন রীমা।
মামলার নিন্দা জানিয়ে সাংবাদিক নেতারা বলেন, কুমিল্লার কৃতি সন্তান, প্রখ্যাত সাংবাদিক নঈম নিজামের বিরুদ্ধে মামলা দায়ের একটি নিন্দনীয় বিষয়। মামলা দায়ের করে গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা করা হচ্ছে। তারা দ্রুত মামলাটি প্রত্যাহারের দাবি জানান।
বক্তব্য রেখে মামলা প্রত্যাহারের দাবি করেন সমিতির কুমিল্লা শাখার সহ-সভাপতি এটিএন বাংলা, এটিএন নিউজের খায়রুল আহসান মানিক, সিটিভি নিউজের ওমর ফারুকী তাপস, দৈনিক ইনকিলাবের সাদিক মামুন, সাংবাদিক নঈম আজাদ, সমিতির সাধারণ সম্পাদক দৈনিক মানবকণ্ঠের শাহাজাদা এমরান, ভোরের কাগজ ও দেশ টিভির এম.ফিরোজ মিয়া, কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও একাত্তর টিভির এনামুল হক ফারুক, মানবজমিনের জাহিদ হাসান, সমিতির সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের মহিউদ্দিন মোল্লা, অর্থ সম্পাদক বৈশাখী টিভির আনোয়ার হোসেন, প্রকাশনা সম্পাদক জিটিভির সেলিম রেজা মুন্সী, সংবাদের জাহিদুর রহমান, সমিতির নির্বাহী সদস্য দৈনিক আমাদের কুমিল্লার এন কে রিপন, দৈনিক দিনকালের তারিকুল ইসলাম তরুণ, রাইজিং জার্নাালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি মাহফুজ নান্টু, মেহেরকুলের গোলাম সারোয়ার শরীফ, কুমিল্লা বার্তা.কম'র সামছুল আলম রাজন, সাংবাদিক আলাউদ্দিন আজাদ, ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির সভাপতি তৈয়বুর রহমান সোহেল, জাগো কুমিল্লার অমিত মজুমদার, বাংলা ট্রিবিউনের মাসুদ আলম, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাঈল নয়ন, বর্তমান প্রতিদিনের জুয়েল খন্দকার, দৈনিক শিরোনামের সালাউদ্দিন সুমন, ডাক প্রতিদিনের নুরুল ইসলাম, মাহাদী হাসান, সাংবাদিক সাইদুর রহমান সোহাগ, হালিম সৈকত, শাহ ফয়সাল কারীম ও কুমিল্লা দর্পণের মীর মারুফ তাসিন প্রমুখ।
বিডি-প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব