রাজধানীর উত্তরায় রুবেল হোসেন (৩৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে উত্তরা-১১ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোড এলাকায় একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
রুবেল নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার মৃত আব্দুল আজিজের ছেলে। বর্তমানে তিনি উত্তরার ওই বাসার কেয়ারটেকার হিসেবে চাকরি করতেন বলে জানা গেছে।
উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন জানান, কয়েক মাস আগে রুবেল ও তার স্ত্রী মাজেদার বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর মাজেদা সন্তানদের নিয়ে চলে যান। আর এতে মানসিকভাবে ভেঙে পড়ে রুবেল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিকভাবে ভেঙে পড়ায় বাড়ির বাউন্ডারির গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রুবেল হোসেন। দুপুরে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/৬ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল