প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল সফরকে কেন্দ্র করে ব্যস্ত সময় কাটাচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয়রা নেতারা। আইন শৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে দফায় দফায় বৈঠক করছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপিসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ। এছাড়া ৮ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু উদ্যানে জনতার ঢল নামাতে মহানগর এবং বিভাগের ৬ জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগ কমিটির সাথে ধারাবাহিকভাবে কর্মীসভাসহ সংশ্লিষ্ট বিভিন্ন জায়গায় গণসংযোগ করছেন হাসানাত আবদুল্লাহর নেতৃত্বেধীন আওয়ামী লীগ। বিরামহীনভাবে চলছে মাইকিং। প্রধানমন্ত্রীর চলাচলের পথে বরিশাল নগরী এবং জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে নির্মাণ করা হয়েছে একাধিক দৃষ্টিনন্দন তোরণ। স্থাপন করা হয়েছে বহু বিলবোর্ড-ব্যানার। বরিশাল নগরীতে যেখানে হ্যালিপ্যাডে অবতরণ করবেন প্রধানমন্ত্রী, সেই শহীদ আব্দুর রব সেরনিয়াবাত জেলা স্টেডিয়াম নতুন রূপে সাজানো হয়েছে লাল-সবুজ রং দিয়ে। বঙ্গবন্ধু উদ্যানের জনসভা মাঠে স্থাপন করা হয়েছে একটি বিশাল বিলবোর্ড। মাঠে স্থাপন করা হয়েছে পদ্মা সেতুর মডেল। বিভিন্ন ভবনের ছাদে ও মাঠে অস্থায়ী অবকাঠামোর উপর স্থাপন করা হয়েছে আওয়ামী লীগের দলীয় প্রতীক বহু নৌকা। অস্থায়ী অবকাঠামো দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বাড়ানো হয়েছে জনসভা মঞ্চের। এছাড়া মঞ্চের পাশে একটি বিশাল বোর্ড নির্মাণ করা হয়েছে। ওই বোর্ডের ফলক উন্মোচন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন দফতরের ৩৯টি উন্নয়ন প্রকল্পের উদ্ধোধন এবং ৩৩টি প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন করবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।
এদিকে ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সার্বক্ষণিক বরিশাল অবস্থান করে সার্বিক প্রস্তুতি তদারকি করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতাসহ একাধিক সংসদ সদস্য। মঙ্গলবার সকালে নগরীর বঙ্গবন্ধু উদ্যান এবং স্টেডিয়াম পরিদর্শন করেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সিনিয়র সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, স.ম. রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, প্রধানমন্ত্রীর পিএস-২ সাইফুজ্জামান শেখর, সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজ, তালাকদুর মো. ইউনুস এমপি, পংকজ নাথ এমপি, মহানগর সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলালসহ অন্যান্যরা।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মঙ্গলবার দুপুরে বরিশাল এসেছেন বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ-আল ইসলাম জ্যাকব এমপি, নুরুন্নবী চৌধুরী শাওন এমপি এবং আলী আজম মুকুল এমপি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি জানান, দক্ষিণাঞ্চল আওয়ামী লীগের অভিভাবক আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র নেতৃত্বে ব্যাপক প্রস্তুতি চলছে। তারা সার্বক্ষণিক সকল বিষয় তদারকি করছেন।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নগরীর অভিজাত সকল আবাসিক হোটেল ও রেস্ট হাউজে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সকল বুকিং স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর অবস্থানসহ চলাচলের পথ এবং জনসভাস্থল ঘিরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইন শৃঙ্খলা বাহিনী।
জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, ৬ বছর পর বরিশাল আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরিশালে তাঁর এই সফরকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব