সিগন্যাল অমান্য করার অভিযোগে খুলনায় মোহাম্মদ রনি নামের ট্রাক চালককে পুলিশ নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা এর প্রতিবাদ করলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে দাঙ্গা পুলিশ এনে পরিস্তিতি নিয়ন্ত্রণ করা হয়।
আজ বিকেলে খুলনার রুপসা পাইকারী কাঁচা বাজারে এই ঘটনা ঘটে। আহত ট্রাক চালককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।
পুলিশ জানায়, রুপসা ব্রিজ পার হয়ে আসার সময় লবণচরা থানা পুলিশের সিগন্যাল অমান্য করে রুপসা কাঁচা বাজার স্ট্যান্ডে আসলে পুলিশ ট্রাকের চালককে ধরে মারধর শুরু করে। এসময় স্থানীয়রা এর প্রতিবাদ করলে পুলিশ উত্তেজিত হয়। স্থানীয়রাও উত্তেজিত হয়ে পড়লে দাঙ্গা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বিডি প্রতিদিন/৬ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল