গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ পানিশাইল এলাকায় একটি গার্মেন্টস কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নেভায়। তবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
সাভারের ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল হামিদ মিয়া জানান, রাত পৌনে ১১টার দিকে ডোরিন গার্মেন্টস লিমিটেড কারখানার ৫তলা ভবনের নিচতলায় ফেব্রিক্সের গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইপিজেড স্টেশনের দুইটি এবং গাজীপুরের কালিয়াকৈর স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ১২টার দিকে আগুন নেভায়।
বিডি প্রতিদিন/৭ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল