কুমিল্লায় বিশেষ অভিযানে ৭৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার ১৬টি থানায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। এদের মধ্যে ৬২ জন বিএনপি এবং ১৭ জন জামায়াত-শিবিরের নেতা কর্মী রয়েছেন।
কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ের ডিআইও ওয়ান মাহবুব মোর্শেদ জানান, সকল আসামিদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। এরা গাড়ি ভাংচুর, নাশকতাসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত।
বিডি প্রতিদিন/৭ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল