ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলকে পুলিশ গ্রেফতার করেনি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, 'আমি পুলিশের বিভিন্ন ইউনিটে কথা বলেছি কেউ তাকে গ্রেফতার করেনি।’
সোহেলকে আটক করা হয়েছে বলে মঙ্গলবার বিএনপির পক্ষ থেকে করা এমন দাবি প্রসঙ্গে বুধবার ডিএমপি কমিশনার একথা বলেন।
এর আগে, মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, ভোরের দিকে গোয়েন্দা পুলিশ রাজধানীর মালিবাগের একটি বাসা থেকে সোহেলকে আটক করে নিয়ে যায়।'
বিএনপির ওই দাবির প্রসঙ্গে বুধবার ডিএমপি হেড কোয়ার্টারে সাংবাদিকদের এক প্রশ্নের আছাদুজ্জামান মিয়া আরও বলেন, ‘এ ধরনের আটকের কথা প্রোপাগান্ডা। জনমনে ভীতি সৃষ্টি করার জন্য এই অপপ্রচার চালানো হচ্ছে।'
এ সময় নগরবাসীকে এ ধরনের গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধও করেন তিনি।
বিডি-প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব