বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আগামীকাল বৃহস্পতিবার। ঢাকার বকশিবাজারে স্থাপিত বিশেষ আদালতে এ রায় প্রদান করা হবে। এ রায়কে ঘিরে গত কয়েকদিন ধরে উত্তপ্ত সারাদেশের রাজনীতি। রায়ে খালেদা জিয়ার সাজা হলে দেশে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে এমন আশঙ্কা বিরাজ করছে মানুষের মধ্যে। আর তাই সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টা মাথায় রেখে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীতে কড়া অবস্থান নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
রাজধানীর আগারগাঁওয়ে সড়কে র্যাব-২'র টহলের একটি দৃশ্য।
রায়ের একদিন আগে অর্থাৎ আজ বুধবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে টহল দিতে দেখা গেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যদের। বিশেষ করে রাজধানীর প্রধান প্রধান সড়কে। গণভবন, কাওরান বাজার, কুড়িল বিশ্বরোড ও আগারগাঁওসহ রাজধানীর অনেকে সড়কে তাদের গাড়ি ও মোটরসাইকেল নিয়ে টহল দিতে দেখা গেছে।
জানতে চাইলে র্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আলী বলেন, রায়কে ঘিরে জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো ঘটনা আমরা ঘটতে দেবো না। নগরীর প্রায় সব সড়কেই র্যাবের এই বিশেষ টহল অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব