দেশের বহুল প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক, প্রথিতযশা সাংবাদিক নঈম নিজামের বিরুদ্ধে লালমনিরহাটে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন খুলনার সাংবাদিকরা।
বুধবার দুপুরে খুলনা প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত এক সাংবাদিক সমাবেশে এ দাবি জানানো হয়।
একই সঙ্গে স্থানীয় দৈনিক সময়ের খবরের দুই সাংবাদিক কাজী মোতাহার রহমান ও সোহাগ দেওয়ানের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক ৫৭ ও ৬৬ ধারার মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, সারাদেশে নঈম নিজামের বিরুদ্ধে ২৯টি মামলা হয়েছে। দুর্নীতির সংবাদ প্রকাশ করায় এভাবে সাংবাদিকদের নামে একের পর এক হয়রানিমূলক মামলার মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। সাংবাদিক নেতারা অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেন।
খুলনা প্রেস ক্লাবের সভাপতি ফারুক আহমেদদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু’র পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এসএম হাবিব, মকবুল হোসেন মিন্টু, মো. শাহআলম, আবু তৈয়ব, মামুন রেজা, মুন্সি মাহবুব আলম সোহাগ, মোহাম্মদ আলী সানী, সুবীর কুমার রায়, হেদায়েত হোসেন মোল্লা, হাসান আহমেদ মোল্লা, মিজানুর রহমান মিল্টন প্রমুখ।
বিডি-প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব