নাগরিকের নিরাপত্তা বিধানে কাউকে ছাড় দেওয়া হবে না মন্তব্য করে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, কেবল ৮ তারিখ নয়, সব সময়ই নগরবাসীকে সঙ্গে নিয়ে অপতৎপরতা, অগ্নি-সন্ত্রাস, বোমা-সন্ত্রাস মোকাবেলা করা হবে। দেশের সম্পদ ও নাগরিকের নিরাপত্তা বিধানে কাউকে ছাড় দেওয়া হবে না। আজ অমর একুশে গ্রন্থমেলায় গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।
ডিএমপি কমিশনার আরো বলেন, আপনারা ভয় পাবেন না। আমরা দেশের বিনিয়োগ পরিবেশ ঠিক রাখবো। বিনিয়োগ চলে গেলে দেশের উন্নয়ন ব্যাহত হবে। রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার চেষ্টা করলে সে যেই হোক, যে পেশারই হোক কাউকে একবিন্দু ছাড় দেওয়া হবে না।
বিডি প্রতিদিন/এ মজুমদার