বিএনপি চেয়ারাপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলার রায় ঘোষণার আগে রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
বুধবার বিকেল থেকে বিজিবি সদস্যরা পুলিশের সঙ্গে কাজ শুরু করেছে। তারা বিভিন্ন পয়েন্টে অবস্থান করে পুলিশের সঙ্গে তল্লাশি কার্যক্রম তদারকি করবে।
১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামীম মাসুদ আল ইফতেখায়ের বলেন, মানুষ ও যানমালের নিরাপত্তার জন্য পুলিশের পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হয়েছিল। জননিরাপত্তা দিতে চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। যারা পুলিশের সঙ্গে কাজ শুরু করে দিয়েছে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা পুলিশের সঙ্গে কাজ করবে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন