বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আজ বৃহস্পতিবার। দেশের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক প্রধানমন্ত্রীর দুর্নীতি মামলার রায় ঘোষিত হতে যাচ্ছে।
এ উপলক্ষে সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় গেছেন চার আইনজীবী। তারা হলেন- এজে মোহম্মদ অালী, মাহবুব উদ্দিন খোকন, কাউসার কামাল ও ব্যারিস্টার নওশাদ জমির।
বিডি প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম