বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আজ বৃহস্পতিবার। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক প্রধানমন্ত্রীর দুর্নীতি মামলার রায় ঘোষিত হতে যাচ্ছে। কেউ কেউ এ রায়কে ঐতিহাসিক অভিহিত করেছেন। তাইতো এ ঘটনার সাক্ষী হতে আদালতের বাইরে দাঁড়িয়ে ক্যামেরাবন্দি হচ্ছেন। কেউবা আবার সেলফি তুলছেন।
বৃহস্পতিবার সকালে রায়ের প্রাককালে অনেক আইনজীবী সেলফিবন্দী হয়েছেন আদালতের বাইরে। তাদের মতে, ইতিহাসের সাক্ষী হতেই নিজেদের ক্যামেরাবন্দী করছেন তারা।
বিডি প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম