ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে ঘিরে কেউ জানমালের ওপর ভয়ভীতি দেখালে ও অাইন ভাঙলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর বকশীবাজারে বিশেষ আদালতের সামনে বৃহস্পতিবার পুলিশের অবস্থান পরিদর্শনের পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার আরও বলেন, একটি রায়কে কেন্দ্র করে নগরবাসীর মনে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। তাই জনগণের জানমালের নিরাপত্তায় শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন সবার জন্য সমান। কেউ অাইন ভাঙলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিডিপ্রতিদিন/ ০৮ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান