জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদার বিরুদ্ধে রায়কে ঘিরে সদরঘাট টার্মিনালে আজ বৃহস্পতিবার ভোর থেকে দক্ষিণাঞ্চল থেকে আসা লঞ্চ ভিড়তে দিচ্ছেন না স্থানীয় শ্রমিক লীগের নেতা–কর্মীরা।
ঘাট শ্রমিক লীগের নেতা মিঠু জানান, 'যে কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও বিশৃঙ্খলা এড়াতে আমরা এখানে অবস্থান নিয়েছি।'
এদিকে ঢাকার প্রবেশমুখে যাত্রীদের তল্লাশি করছে নৌ–পুলিশ। নৌ–পুলিশের এসপি মো. এহসান জানান, 'কোনো রকম বিশৃঙ্খলা ও অপতৎপরতা ঠেকাতে সন্দেহভাজন যাত্রীদের তল্লাশি চালানো হচ্ছে।'
বিডিপ্রতিদিন/ ০৮ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান