বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে আজ। বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করবেন। এ উপলক্ষে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আদালত প্রাঙ্গণসহ পুরো রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন সড়কে টহল দিচ্ছে পুলিশ, বিজিবি ও র্যাবের গাড়ি। পাশাপাশি সহিংসতা প্রতিরোধে প্রায় প্রতিটি সড়কে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা।
এদিকে, রায়কে কেন্দ্রকে নগরবাসীর মধ্যে এক ধরনের উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। যার প্রভাব পড়েছে রাস্তাঘাটে। সপ্তাহের শেষ কর্মদিবস হলেও রাস্তাঘাটে মানুষের উপস্থিতি খুবই কম। গণপরিবহরেরও সংকট দেখে যাচ্ছে। ফলে অফিসগামী মানুষের কর্মস্থলে যেতে বেশ বেগ পোহাতে হচ্ছে। আবার রাস্তা ফাঁকা থাকার কারণে যারা বাস পাচ্ছেন তারা দ্রুত কর্মস্থলে পৌঁছতে সক্ষম হচ্ছেন। বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিকদের পাঠানো ছবিতে চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের রাজধানী ঢাকার কিছু চিত্র।
শাহবাগে মোড়
যাত্রাবাড়ী
দয়াগঞ্জ
বকশীবাজারের অস্থায়ী আদালতের বাইরে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
পোস্তগোলা
পোস্তগোলা
কাওরান বাজার
মগবাজার মোড়
তেজগাঁও
তেজগাঁও রেলগেট
এফডিসি মোড়
তেজগাঁও
বকশীবাজারের অস্থায়ী আদালতের বাইরে
গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে
গুলশান
নতুন বাজার
বিডি-প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব