হাইকোর্টের কদম ফোয়ারা সংলগ্ন ঈদগাহ গেটের সামনে থেকে বাঁধন ও সাইফুল ইসলাম নামে সন্দেহভাজন দু’জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তাদের আটকের পর শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
খালেদা জিয়ার রায়কে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়েছে বলে জানা গেছে। তবে তারা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী-সমর্থক কি-না জানা যায়নি।
বিডি-প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব