বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ সব মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট।
এরই ধারাবাহিকতায় রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলেও বসানো হয়েছে চেকপোস্ট। এখানে ডেমরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলামের নেতৃত্বে একটি দল দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে ইফতেখায়রুল ইসলাম বলেন, যাত্রাবাড়ীর মাতুয়াইলে বসানো হয়েছে চেকপোস্ট। চালানো হচ্ছে তল্লাশি। সন্দেহভাজনদের তল্লাশির পাশাপাশি দেখা হচ্ছে কোনো রকম দাহ্য পদার্থ বা বিস্ফোরক দ্রব্য আছে কিনা।
বিডি প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম