নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে রাস্তায় নামলেন নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ওমর ফারুক। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত শিমরাইল-আদমজী ইপিজেড-নারায়ণগঞ্জ সড়কের সিদ্ধিরগঞ্জপুল এলাকায় যানজট নিরসনে ট্রাফিক পুলিশের ভূমিকায় কাজ করেন। ওই সড়কে প্রতিদিন সকাল, দুপুর ও সন্ধ্যায় যানজট লেগেই থাকে। এতে যাত্রী সাধারণদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
এ বিষয়ে নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ওমর ফারুক বলেন, ''এ সড়কটিতে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। তাই এসএসসি পরিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে এবং তারা যাতে যথাসময়ে পরিক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে সেজন্য আমি রাস্তায় নেমেছি। যতদিন পরীক্ষা চলবে ততদিন আমি এবং আমার কর্মীরা যানজট নিরসনের কাজ করে যাবে।''
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) মোল্লা তাসলিম হোসেন যানজট নিরসনে ভূমিকা পালন করায় কাউন্সিলরকে স্বাগত জানিয়ে বলেন, আমদজী ইপিজেডের হাজার হাজার পোশাককর্মী ও গণপরিবহন এ সড়ক দিয়ে যাতায়াত করার কারণে একটু যানজট থাকে। তবে ট্রাফিক পুলিশ ও শিল্প পুলিশ যানজট নিরসনে সেখানে কাজ করে যাচ্ছে।
বিডি-প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব