খুলনা মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্তুজাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
আটক অন্যরা হলেন মহানগর বিএনপির সহ দফতর সম্পাদক সামছুজ্জামান চঞ্চল, জাসাসের কেন্দ্রীয় সহ-সভাপতি মেহেদী হাসান দীপু ও যুবদল নেতা মো. সালাউদ্দিন।
আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর কেডিঘোষ রোডের বিএনপি আফিসের সামনে থেকে তাদের আটক করা হয়।
এদিন, দুপুরে সাহারুজ্জামান মোর্তুজাসহ আটককৃতরা দলীয় কার্যালয়ে প্রবেশ করতে গেলে পুলিশ বাঁধা দেয়। এ সময় পুলিশের সাথে তাদের বাকবিতণ্ডা হয়। পরে পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।
খুলনা সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, আটককৃতদের সদর থানায় রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব