জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় শুনতে পুরান ঢাকার বকশিবাজারে স্থাপিত বিশেষ আদালতের পথে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১১টা ৪৫ মিনিটে তার গুলশানের বাসভবন থেকে রওনা দেন তিনি। পরে সাত রাস্তা মোড় এলাকা থেকে বিএনপি নেতাকর্মীদের ঘেরাওয়ের মধ্যে পড়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহর। কড়া নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও আটকানো যাচ্ছে না নেতাকর্মীদের ঢল। এসময় স্লোগানে কেঁপে উঠছে খালেদা জিয়ার গাড়িবহর।
'নেত্রী মোদের মা, জেলে যেতে দেব না'-সহ নানা স্লোগানে রাজপথ প্রকম্পিত হচ্ছে। এছাড়া নেতাকর্মীদের চাপে গাড়ি বহর খুব ধীরগতিতে এগোচ্ছে। ধীরে ধীরে যাচ্ছে বকশিবাজারে স্থাপিত বিশেষ আদালতের।
ডিএমপি সূত্র জানচ্ছে, মৎস্য ভবনের পর গাড়িবহরের গাড়ি ব্যতীত আর কোনো গাড়িকে যেতে না দেওয়া হওয়ায় বিএনপি নেতা-কর্মীরা পায়ে হেঁটেই আদালতের দিকে যাচ্ছেন। সেই সাথে স্লোগান, 'নেত্রী মোদের মা, জেলে যেতে দেব না'।
গুলশান থেকে তেজগাঁও পর্যন্ত বেশ নির্বিঘ্নেই চলেছে খালেদা জিয়ার গাড়িবহর। এরপর থেকেই কয়েকটি মোটরসাইকেল এসে ভিড়ে যায় গাড়িবহরের সাথে। এরপর বাড়তে থাকে গাড়িবহরে নেতা-কর্মীদের প্রবেশ। এখন তা পৌঁছেছে প্রায় কয়েক হাজারে।
বিডি প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম