খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে ঘিরে হঠাৎ রাজপথে বিএনপির প্রবীণ নেতা ও চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট কবীর হোসেন। দীর্ঘদিন তিনি রাজনীতির মাঠ থেকে দূরে ছিলেন। তবে গত এক বছর ধরে তিনি সক্রিয় হয়েছেন বিএনপির রাজনীতিতে। তবে তাকে রাজপথে দেখা যায়নি।
বিএনপি নেতারা জানান, সকাল ১০টার দিকে কবীর হোসেন তার বাড়ি থেকে বের হয়ে নগরীর পিডিবি মোড়ে আসেন। এরপর মিছিল বের করার চেষ্টা করেন। তবে পুলিশি বাধায় মিছিলটি সেখানেই আটকে যায়। পরে রিকশায় উঠে বসেন তিনি।
বিডি-প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব