দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজার প্রতিবাদে শুক্রবার কুমিল্লায় পৃথক বিক্ষোভ মিছিল করেছে বিএনপির দুইটি গ্রুপ।
শুক্রবার দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিনের গ্রুপ রাণীর বাজারে বিক্ষোভ মিছিল করে। মিছিলে দক্ষিণ জেলা বিএনপি নেতা সফিউল আলম রায়হান, রেজাউল কাইয়ুম, যুবদল নেতা উৎবাতুল বারী আবু প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, নওয়াব বাড়ি রোডে বিক্ষোভ মিছিল করে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিটি মেয়র মনিরুল হক সাক্কুর গ্রুপ। এই মিছিলে বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর, আবদুস সালাম মাসুক, মোজাহিদ চৌধুরী,যুবদল নেতা ইউসুফ মোল্লা টিপু, ছাত্রদল নেতা সাজ্জাদুল কবীর সাজ্জাদ ও ফারুক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া বলেন, খালেদা জিয়ার কারাদণ্ডের প্রতিবাদে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেছে।
এর আগে, বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১০ জনকে আটক করা হয়েছে বলে জানান কুমিল্লা জেলা পুলিশের ডিআইও ওয়ান মাহাবুব মোর্শেদ।
বিডি-প্রতিদিন/০৯ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব