খুলনায় নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ ২৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। এই মামলায় গ্রেপ্তার হওয়া নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা ও ১ম যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলামসহ ১১ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার দুপুরে খুলনা চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা খুলনা সদর থানার উপ-পরিদর্শক সুজিত মিস্ত্রী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি, যানবাহন ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে শুক্রবার রাতে বিএনপির ২৮ নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়। মামলা নং-১২ (তাং ০৮/০২/১৮)।
বিএনপির আইনজীবী গোলাম মাওলা ও তৌহিদুর রহমান তুষার জানান, কর্তব্যরত পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ৩৫৩ ধারায় এই মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার হওয়া ১১ আসামি আদালতে জামিনের আবেদন করলে বিচারক তা না-মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
এদিকে শুক্রবার দুপুরে জুম্মার নামাজ শেষে দলীয় কার্যালয়ের সামনে পুলিশ বেষ্টনীর মধ্যে বিক্ষোভ সমাবেশ করে নগর বিএনপি। খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে সাজা দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট এসএম শফিকুল আলমের নেতৃত্বে খালেদা জিয়ার মুক্তির দাবিতে নগরীতে মিছিল বের হয়।
বিডিপ্রতিদিন/ ০৯ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান